ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল রাজ্যে দ্বিতীয়

•রৌণক বরাবরই ভালো ছাত্র। রৌণকের বাবা তাপসকুমার মণ্ডল ওই স্কুলের হিসাবশাস্ত্রের শিক্ষক। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ ভুঁইয়া বলেন রৌণকের প্রাপ্ত নম্বর ৬৯২। রাজ্যের মধ্যে সে সাম্ভাব্য মেধা তালিকায় রয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রৌণক রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। রৌণকের প্রাপ্ত নম্বর: বাংলা ৯৮, ইংরেজি ৯৮, গণিত ১০০, জড়বিজ্ঞান ১০০, জীবন বিজ্ঞান ১০০, ইতিহাস ৯৭ এবং ভুগোল ৯৯। মোট ৬৯২।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad