একশ দিনের কাজের টাকা কই? বিজেপির বিরুদ্ধে মনসুকায় পথে তৃণমূলের মহিলারা

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দেশের অন্যান্য রাজ্যগুলো ১০০ দিনের টাকা পেলেও ডবল ইঞ্জিনের সরকার গড়ার অভিসন্ধিতে কেন্দ্রের বিজেপি সরকার নোংরা রাজনীতিতে মেতে রাজ্যের ১০০ দিনের প্রকল্পে টাকা পাঠানো বন্ধ করেছে। বকেয়া সেই টাকা না পেয়ে খেটে খাওয়া মামুষগুলোর দিন যাপন ক্রমেই কঠিন হচ্ছে। একশ দিনের কাজের বকেয়া টাকা মেটানো, পাশাপাশি গ্যাস ও পেট্রোপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অত্যধিক হারে মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার রাস্তায় নামলেন তৃণমূলের মহিলা সংগঠন। আজ ১৪ ডিসেম্বর বুধবার বিকেলে ঘাটালের মনশুকা-২ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর টোঙির ঘাট এলাকায় তৃণমূলের শতাধিক মহিলা কর্মী সমর্থক একেবারে মিছিল করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে শ্লোগান তুললেন। এদিনের মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেল তৃণমূল নেত্রী সোনালী মাইতিকে। এলাকার তৃণমূলের বুথ সভাপতি উত্তম মাইতি জানান, এদিনের এই মহিলাদের বিক্ষোভ মিছিল একেবারে স্বতঃস্ফূর্ত। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আগামীতে বুথ স্তর থেকেই প্রতিবাদের ঝড় উঠবে।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭