এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে গণ ডেপুটেশন

Published on: August 18, 2020 । 8:00 PM

দেবাশিস কর্মকার:২০২০ সালের জাতীয় শিক্ষানীতিকে সম্পূর্ণ অগণতান্ত্রিক বলে দাবি করে গণ ডেপুটেশনে দিল অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি। ওই কমিটির ঘাটাল শাখা আজ সকালে সংশ্লিষ্ট দাবি নিয়ে কুসপাতা থেকে ঘাটাল বিদ্যাসাগর সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত একটি পদসভা করে। সেখান থেকে তাঁদের পক্ষ থেকে অবর জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে একটি গণ ডেপুটেশনও দেওয়া হয়। ওই কমিটির তরফে থেকে জানানো হয়েছে, দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে কোনও রকম আলাপ-আলোচনা ছাড়াই শুধুমাত্র মন্ত্রিসভার অনুমোদনে যে শিক্ষানীতি আনা হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক। কোনও রকম  বিচার-বিশ্লেষণ বা মতামত প্রদানের জায়গা না রেখে একতরফা ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁদের অভিযোগ। উল্লেখ্য, আজকের ওই পদসভাতে কমিটির পক্ষ থেকে যোগদান করেন এলাকার চৌকা নেতাজি বিদ্যামন্দিরের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক দেবাশিস মাইতি, ঘাটাল প্রাসন্নময়ী প্রাথমিক স্কুলের শিক্ষক নাড়ুগোপাল দোলই, সোনাময়ী গার্লস হাই স্কুলের শিক্ষিকা বিভা পাল, রাধানগর দিনময়ী প্রাথমিক স্কুলের শিক্ষক হেমন্ত সী, গৌরা সোনাময়ী বয়েজ হাই স্কুলের শিক্ষক কানাইলাল পাখিরা প্রমুখ। এছাড়াও ওই পদযাত্রায় অংশ নেন স্থানীয় ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। 
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad