মাস্টার প্ল্যানের অর্থ মঞ্জুর হয়নি, কবে হবে তাও অনিশ্চিত

তৃপ্তি পাল কর্মকার: সম্প্রতি সারা ঘাটাল মহকুমা জুড়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নানা রকম জল্পনা ও রাজনৈতিক [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] তরজা তৈরি হয়েছে। অনেকেই এক প্রকার ধরেই নিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুর হয়ে গিয়েছে। বাস্তব পরিস্থিতি কিন্তু তা নয়। এক কথায় বলতে গেলে, ওই মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্য প্রাথমিক পর্যায়ে যে ১২৩৮ কোটি ৯৫ লক্ষ টাকার প্রকল্প ব্যয় ধরা হয়েছে তা ব্যয় করা যেতে পারে বলে ছাড়পত্র দিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক।
ঘাটাল মাস্টার প্ল্যানটি টেকনিক্যালি ঠিক আছে কিনা তা গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের ইঞ্জিনিয়ারিং টিম ২০১৫ সালে বিশ্লেষণ করে ছাড়পত্র দেয়। ওই ছাড়পত্র পাওয়ার পর ওই বছরই কেন্দ্রীয় সরকারের জলসম্পদ মন্ত্রকের টেকনিক্যাল কমিটি ওই প্ল্যানটি অনুমোদন করে। এর পর দরকার অর্থমন্ত্রক থেকে টাকার অনুমোদন। অর্থ মন্ত্রকের অনুমোদন এখনও পাওয়া যায়নি। বিগত সাত বছর ধরে প্ল্যানের১৭৪০কোটি টাকার কে কত শতাংশ দেবে তা নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে টানা পোড়েন চলছে। সম্প্রতি ৬০(কেন্দ্র)-৪০(রাজ্য) অনুপাতে ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রামের মাধ্যমে কাজটি করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের ছাড়পত্র মিলেছে মাত্র। কিন্তু কোনও অর্থ মঞ্জুর হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ নায়েক বলেন, অর্থ মন্ত্রকের টাকা মঞ্জুরের কোনও খবর নেই। টাকা না মঞ্জুর হলে কাজ হবে কী করে!
‘স্থানীয় সংবাদ‘, ১ জুলাই ২০২২ পত্রিকার ডিজিটাল/PDF কপি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন https://drive.google.com/file/d/1vLvT1uT0huZfW2-HB_wzvNrCvnCgi1UC/view?usp=sharing

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad