মিশেল-রুবেলা ভ্যাক্সিনেশনের প্রস্তুতি নিয়ে ব্লকস্তরীয় মিটিং হল ঘাটালের খড়ার টাউন হলে

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ: ১৪ অক্টোবর খড়ার টাউন হলে অনুষ্ঠিত হল ঘাটাল ব্লকের মিশেল-রুবেলা ভ্যাক্সিনেশন এর প্রস্তুতি মিটিং। বেলা ১২টা থেকে চলা ওই কর্মশালায় অংশ নিলেন ঘাটাল ব্লকের সমস্ত প্রাথমিক, উচ্চপ্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। বীরসিংহ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই কর্মশালায় ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রসুন কুমার জানা, সিনিয়র পিএইচএন ব্রততী হাজরা, ঘাটালের বিডিও সঞ্জীব দাস ছাড়াও উপস্থিত ছিলেন ঘাটালের তিনটি চক্রের বিদ্যালয় পরিদর্শক বহ্নিশিখা দে, সৌমেন দে, সুদীপ সাহা। সারা বিশ্বের সাথে ভারতেও এই ভ্যাক্সিন দেওয়া প্রায় শেষ। ভারতের দুটি অঙ্গরাজ্য এখনো শুরু করেনি নয়মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের এই  ভ্যাক্সিন দেওয়া যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ একটি। আমাদের রাজ্যে  এই কর্মসূচি শুরু হবে আগামী বছরের ৯ জানুয়ারি থেকে চলবে আপতকালীন ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। পাঁচ থেকে পনেরো বছর প্রায় সব শিশুই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়ুয়া তাই প্রতিটি বিদ্যালয়ে ক্যাম্প করে নির্দিষ্ট দিনে ভ্যাক্সিন দেওয়া হবে বলে জানালেন ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রসূন জানা যা চলবে এই নির্দিষ্ট সময়ের প্রথম তিন সপ্তাহ জুড়ে । ঘাটালের বিডিও সঞ্জীব দাস বলেন, এই ভ্যাকসিন সংক্রান্ত কোন সমস্যা  হলে সে বিষয়ে মিডিয়ার সাথে কথা বলবেন কেবলমাত্র জেলাশাসক বা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বাকি কেউই কথা বলবেন না কোন অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হলে।

রবীন্দ্র কর্মকার: ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177