এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

করোনা রোধে আর্থিক সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই

Published on: March 26, 2020 । 2:12 PM

ঘাটালের বিধায়ক শংকর দোলই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রিলিফ ফাণ্ডে অর্থ দানের মাধ্যমে আর্থিক ভাবে পাশে দাঁড়ালেন। আজ ২৬ মার্চ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই করোনা রিলিফ ফান্ডে ৫১ হাজার টাকা দান করলেন।

উল্লেখ্য বিধায়ক শঙ্কর দোলই নিজের কার্যালয়ে থেকে দিনরাত ঘাটাল বিধানসভা এলাকার করোনা সংক্রমণ নিয়ে দলীয় কর্মীদের নিয়ে লাগাতার বৈঠকের পাশাপাশি এলাকার পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭