নিজস্ব সংবাদদাতা: এক আদিবাসী বালিকাকে ধারাবাহিকভাবে ধর্ষণের অভিযোগে ক্ষীরপাই হাসপাতালের এক নার্সের স্বামীকে আটক করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় ক্ষীরপাই ফাঁড়িতে এলাকারবাসীরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী ঘটনাস্থলে যান।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











