শ্লীলতাহানি? দাসপুরের কিশোরীর কি লজ্জায় আত্মহত্যা?

নিজস্ব সংবাদদাতা: মায়ের সঙ্গে জ্বালানী কুড়োতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয় দাসপুর থানার বিষ্ণুপুর গ্রামের কিশোরী সুপ্রিয়া পোড়ে(১৫)। সেই লজ্জাতেই সে আত্মহত্যার পথ বেছে নিল? পারিবারিক সূত্রে এমনটাই অভিযোগ করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ২৬ জুন সুপ্রিয়া পোড়ে তার মায়ের সঙ্গে এলাকায় একটি নির্জন জায়গায় জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিল। মা একটু দূরে ছিল। অভিযোগ, ভুতা গ্রামের ৩২ বছর বয়সী শেখ সহিদুল নামে এক যুবক ওই কিশোরীর শ্লীলতাহানি করে। বিষয়টি জানাজানি হয়। থানায় অভিযোগ না করে  কিশোরীর বাড়িতে গোপনে একটি শনিবার একটি সালিশিসভা হয়। তারপর থেকেই কিশোরী মানসিক ভাবে ভেঙে পড়ে। সালিশি সভার পরই সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
শনিবার রাতেই পুলিশ সহিদুলকে থানায় তুলে নিয়ে যায়। যদিও দাসপুর থানার পুলিশ জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।