চন্দ্রকোণায় হনুমানের মর্মান্তিক মৃত্যু, শোকে বিহ্বল সারা গ্রাম

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক হনুমানের। শোকে বিহ্বল চন্দ্রকোণার ভৈরবপুর গ্রাম। হনুমানকে সমাধিস্থ করে নিত্যদিন পুজোর আয়োজন করা হবে গ্রামবাসীদের তরফে, জানাল গ্রামের মানুষেরা। নিত্যদিন এলাকায় হনুমানের দাপট লেগেই থাকে। একইভাবে আজ মঙ্গলবার সকাল থেকেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল ৪ থেকে ৫ টি হনুমানের একটি দল। এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দিয়ে পালানোর সময়ই হঠাৎই হাইভোল্টেজ তারের সংস্পর্শে চলে আসে একটি হনুমান। স্থানীয়দের উদ্ধার করার আগেই মৃত্যু হয় হনুমানটির। আর এরপর শোকস্তব্ধ গোটা গ্রাম। গ্রামবাসীদের দাবি, সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী গ্রামেরই জমিতে সমাধিস্থ করা হবে হনুমানটিকে। এরপর সেখানেই গড়ে তোলা হবে মন্দির। গ্রামবাসীদের উদ্যোগে সেখানে নিত্যদিন করা হবে পুজা-অর্চনা। হনুমানের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যের কাজে হাত লাগিয়েছেন গ্রামের প্রতিটা মানুষ।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।