‘রাম-দেব’-এর উদ্যোগে ঘাটালে স্থায়ী সংসদ অফিস হচ্ছে

•রামপদ মান্না (বামদিকে) এবং সাংসদ দীপক অধিকারী(ডানদিকে)

তৃপ্তি পাল কর্মকার: ঘাটাল শহরে ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী (দেব) তাঁর স্থায়ী অফিস করছেন। ঘাটাল-পাঁশকুড়া সড়ক হয়ে ঘাটাল শহর ঢোকার মুখে পুরসভার তোরণের সামনে একটি ত্রিতল ভবনে দেব তাঁর অফিসটি করবেন। ওই অফিসে সর্বক্ষণের জন্য দু’জন কর্মী থাকবেন। ওখানেই ঘাটাল লোকসভা কেন্দ্রের বাসিন্দারা গিয়ে সাংসদের সঙ্গে সম্পর্কিত সমস্ত কাজকর্ম মেটাতে পারবেন। সাংসদের শংসাপত্রও পাবেন। অভাব-অভিযোগ জানাতে পারবেন বলে সাংসদ প্রতিনিধি রামপদ মান্না জানিয়েছেন। ঘাটাল শহরে কোনও এমপি’র কার্যালয় এই প্রথম হল। এর আগে কোনও সাংসদই ঘাটালে কোনও সরকারি কার্যালয় করেননি। তাঁরা ঘাটালে এলে দলীয় কার্যালয় থেকেই সরকারি কাজকর্ম করতেন। এর আগে দেবের সাংসদ কার্যালয়টি ছিল ডেবরায়। বর্তমানে সেটি ঘাটালে করা হচ্ছে। রামবাবু জানিয়েছেন, অফিসের জন্য রুম ভাড়া নেওয়া হয়ে গিয়েছে। খুব শীঘ্রই অফিসটি চালু হবে।
ঘাটাল লোকসভা কেন্দ্রের সংসদ সদস্যের নতুন প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন রামপদ মান্না। ঘাটালের সাংসদ অক্টোবর মাসে নিজে রামপদবাবুকে তাঁর সমস্ত কাজ সরকারি ভাবে দেখভাল করার জন্য সাংসদ প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন। এই মর্মে দেব সম্প্রতি জেলা শাসককে লিখিত ভাবে রামপদ মান্নার নামটি জানিয়ে দিয়েছেন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এর আগে ডেবরার অলোক আচার্য দেবের সাংসদ প্রতিনিধি ছিলেন। অক্টোবরে দেব রামপদবাবুকে এমপি রিপ্রেজেন্ট্রেটিভ করেছেন বলে দলীয় সূত্রেও স্বীকার করা হয়েছে।
রামপদবাবুর বাড়ি ঘাটাল ব্লকের অজবনগর গ্রামপঞ্চায়েত এলাকার হরিদাসপুরে। বর্তমানে ঘাটাল শহরের কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ডে জিএফসি হাসপাতালের পাশে নিজের একটি বাড়ি রয়েছে। সেখানে তিনি সপরিবারে থাকেন। তিনি পেশায় ডাক বিভাগের কর্মী। ক্ষীরপাই পোস্ট অফিসে চাকরি করেন। রামপদবাবুর স্ত্রী রূপা মান্না তৃণমূল নিয়ন্ত্রিত ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় দেব ঘাটাল শহরের কোন্নগরে একটি ভাড়া বাড়িতে বেশ কিছু দিন ছিলেন। সেখানেই দেবের আতিথেয়তা এবং দেখভালের ভার রামপদবাবুর হাতেই ছিল। দলীয় সূত্রে জানা গিয়েছে, তখন থেকেই দেবের সঙ্গে রামপদবাবুর ঘনিষ্ঠতা বাড়ে। তারই ‘উপহার’ হিসেবে সাংসদ প্রতিনিধির পদটি তাঁকে দেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে দীর্ঘদিনের সাংসদ প্রতিনিধি অলোক আচার্যকে কেন বাদ দেওয়া হল এনিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। যদিও এবিষয়ে অলোকবাবুর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad