মদের জেরে একাধিক চুরি,মহিলাদের হয়রানি!চোলাইয়ের ঠেকের উৎখাত চেয়ে দাসপুরে পথ অবরোধ

গ্রামের প্রায় ৯টি পরিবারের চোলাই মদের ব্যবসা। মদের টানে রাতদিন গ্রামের লোকজনের পাশাপাশি অন্যান্য জায়গার মানুষের লাগাতার আনাগোনা গ্রামে। একাধিক চুরির পাশাপাশি গ্রামের মহিলাদের উত্তেজিত করার ঘটনাও একাধিক। এবার রুখে দাঁড়ালো পাড়ার ছেলেরা। পথ অবরোধ করে পাড়া থেকে এই চোলাই ব্যবসা উৎখাত করতে বদ্ধপরিকর তারা। অবশেষে পুলিশ পৌঁছে যুবকদের আশ্বাস দিলে অবরোধ ওঠে। ঘটনা দাসপুর থানার সাহাচক লাগোয়া মহাকাল পোতা গ্রামের। গ্রামের বাসিন্দা দেবাশিস মণ্ডল জানান,গ্রামের হাজরা পাড়ায় প্রায় ৯টি পরিবারে চোলাই মদের ব্যবসা। আর তার জেরে এই করোনা কালেও বহু মানুষের যাতায়াত। রাতের অন্ধকার বাড়ার সাথে সাথে বাড়ে সমাজবিরোধীদের কর্মকাণ্ড। প্রতিবাদ করতে এলেই ওই পরিবার গুলি একাট্টা হয়ে ঘুরে হুমকি মারধোর করে। আজ ৯ই জুন বুধবার লকডাউনের মাঝেই চোলাইয়ের ঠেকে ব্যপক জমায়েত। গ্রামের শ্যাম মণ্ডল,নেপাল গায়েনের মতো বহু মানুষ বিষয়টির প্রতিবাদ করলে মারধরের অভিযোগ ওঠে। তারপরই আজ তারা সোনাখালী থেকে হরেকৃষ্ণপুর যাবার রাস্তা অবরোধ করে দাবি তোলেন হাজরা পাড়া থেকে মদের ঠেক তোলার। পাশাপাশি ধরে ফেলে আটকে রাখেন একাধিক মদ ব্যবসায়ীদের যারা এই চোলাইয়ের জোগান দেয়। খবর যায় দাসপুর পুলিশে। অবস্থার গুরুত্ব বুঝে ঘটনাস্থলে দাসপুর পুলিশ পৌঁছে গ্রামিবাসীদের আস্বস্ত করে এই চোলাইয়ের ঠেকে উৎখাতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। তারপরই অবরোধ ওঠে,ছাড়া হয় মদের কারবারিদের।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭