নেতাজির জন্মদিনে নতুন ধরণের শ্রদ্ধার্ঘ দাসপুরের শিল্পীর

সুইটি রায়:নেতাজির জন্মদিনে সুতো দিয়ে তাঁর আবক্ষ প্রতিকৃতি বানিয়ে শ্রদ্ধা জানালেন দাসপুরের শিল্পী প্রেমচাঁদ মুখোপাধ্যায়। প্লাইবোর্ডের ওপর পিন ও কালো সুতোর সাহায্যে তিনি সৃষ্টি করেছেন এই প্রতিকৃতি। চার ফুট দৈর্ঘ্য ও  তিন ফুট প্রস্থ বিশিষ্ট এই প্রতিকৃতিটি বানাতে তাঁর সময় লেগেছে  তিনদিন। প্রায় ২০০টি পিন এবং তিন ধাগা জামাকাপড় সেলাইয়ের সুতো লেগেছে এটি বানাতে। মূলত চিত্রশিল্পী হিসেবে পরিচিত হলেও প্রেমচাঁদ বাবুর অন্যান্য সৃজনশীল কাজের সাথেও বেশ পরিচিত মহকুমাবাসী। তবে এই ধরনের কাজ একদমই নতুন। এর আগে তিনি কখনোই এই ধরনের কাজ করেননি। তবে সবসময়ই নতুন কিছু করার ইচ্ছে তাঁর মজ্জাগত। আর সেই ইচ্ছে থেকেই তিনি বারবার মহকুমাবাসীকে উপহার দেন নতুন কিছু। এবারও তাই। তিনি জানান পেনসিল দিয়ে ছবি আঁকার সময়ই হঠাৎ তাঁর এইধরণের কাজ করার চিন্তা মাথায় আসে।
২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে এই প্রতিকৃতিটিকে দাসপুর গান্ধীমিশনের গুরুকুল আর্ট ভিলেজে প্রদর্শিত করা হবে এবং তারপর ওই প্রতিকৃতিটি ওখানেই রাখা হবে বলে জানিয়েছেন প্রেমচাঁদবাবু। •ভিডিও

সুইটি রায়: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: ss.ghatal@gmail.com