ঘাটাল মহকুমার নতুন কন্টেইনমেন্ট জোনের তালিকা

তৃপ্তি পাল কর্মকার:  পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের নির্দেশে আজ ২৩ জুলাই থেকে ঘাটাল মহকুমার বেশ কয়েকটি এলাকাকে নতুন করে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল। নিচের সমস্ত এলাকাগুলিকে  কত দিনের জন্য কন্টেইনমেন্ট জোন হিসেবে রাখা হবে তা এখনও প্রশাসন নির্দিষ্ট করে জানায়নি। ৩১ জুলাই পর্যন্ত থাকছেই প্রয়োজনে  মেয়াদ বাড়ানো হতে হবে।  আগের যেগুলি ঘোষণা সেগুলি তো থাকছেই। নতুন করে ঘোষিত এলাকাগুলি সবুজ কালিতে দেওয়া হল:•দাসপুর-১ ব্লকের: দাসপুর-১ গ্রামপঞ্চায়েতের লাওদা। পুরো দাসপুর-২ গ্রামপঞ্চায়েত এলাকা। নন্দনপুর গ্রামপঞ্চায়েতের তিলন্দা গ্রামের একাংশ এবং সেকেন্দারি বাজার, জয়কৃষ্ণপুর বাজার এবং বালিতোড়া গ্রাম। পাঁচবেড়িয়া গ্রামপঞ্চায়েতের জটাধরপুরের মণ্ডল পাড়া। সরবেড়িয়া-১ গ্রামপঞ্চায়েতের তাতারপুর এবং সরবেড়িয়া বাজার। রাজনগর গ্রামপঞ্চায়েতের ঝুমঝুমি এবং ডিলিপলসা, সামাট, দাদপুর, রাজনগরের একটি অংশ। বাসুদেবপুর গ্রামপঞ্চায়েতের হরেকৃষ্ণপুর এবং বৈকুণ্ঠপুর বাজার। •দাসপুর-২ ব্লকের: খানজাপুর গ্রামপঞ্চায়েতের খানজাপুর। কামালপুর গ্রামপঞ্চায়েতের জোতকানুরামগড় এবং খানখানাচক। সাহাচক গ্রামপঞ্চায়েতের বরুণার বেরা পাড়া। দুধকোমরা গ্রামপঞ্চায়েতের কুল্টিকুরী ও মাগুরিয়া। গোছাতি গ্রামপঞ্চায়েতের সোনাখালি, তাজপুর এবং সিংহচক গ্রাম। খেপুত দক্ষিণবাড়ের গোপীগঞ্জ বাজার। চাঁইপাট গ্রামপঞ্চায়েতের দিয়াল চাঁইপাট, বেলডাঙা, চাঁইপাট বাজার এবং চাঁইপাট হাটতলা। নিশ্চিন্তপুর গ্রামপঞ্চায়েতের ঢেউভাঙা পাড়া। খুকুড়দহ গ্রামপঞ্চায়েতের জগন্নাথপুরের মাইতি পাড়া•ঘাটাল পুরসভার: •কুশপাতা বাসস্টপ থেকে ফাঁড়ি, আদালত চত্বর, পোস্ট অফিস হয়ে পুরো এলাকাটি। •কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে রথতলা, ইলেকট্রিক অফিস হয়ে ময়রাপুকুর মোড় থেকে ভারতী সিনেমা পর্যন্ত এলাকাটি।  কলেজ মোড় থেকে স্টেডিয়াম মোড়ের দুদিক। ৩ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া। •ঘাটাল ব্লকের:বরদা চৌকান থেকে রাধানগর হয়ে ঘোলসাই। •মনসুকা বাজার।• মনোহরপুর বাজার।•। অজবনগর-১ গ্রামপঞ্চায়েতের মান্দারিয়া। বীরসিংহ গ্রামপঞ্চায়েতের দন্দীপুর, শ্যামসুন্দরপুর এবং বীরসিংহ। দেওয়ানচক গ্রামপঞ্চায়েতের চকসাদী। ইড়পালা গ্রামপঞ্চায়েতের কিসমৎ দীর্ঘগ্রাম। মোহনপুর গ্রামপঞ্চায়েতের দোলই পাড়া। •খড়ার পুরসভার: •৮ নম্বর ওয়ার্ডের সাঁতরা ও নাপিত পাড়া।  •চন্দ্রকোণা-১ ব্লক: •মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের বাঁকা বাজার। •ক্ষীরপাই পুরসভার: •ক্ষীরপাই পুরসভার কদমকুণ্ডু মোড় থেকে হালদার দিঘি হয়ে বিডিও অফিস পর্যন্ত। চন্দ্রকোণা-২ ব্লক, চন্দ্রকোণা এবং রামজীবনপুর পুরসভা এলাকার কোনও জায়গাকে কন্টেইনমেন্ট জোন করা হচ্ছে না।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad