এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শহরে নতুন করে লকডাউন হচ্ছে না

Published on: July 18, 2020 । 10:35 PM

তৃপ্তি পাল কর্মকার(১৮ জুলাই ২০২০): ঘাটাল শহরে নতুন করে লক ডাউন হচ্ছে না। আজ সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় যে গুজবটি প্রচারিত হচ্ছে, তা ঠিক নয় বলে মন্তব্য করেন ঘাটালের মহকুমা শাসক অসীম পাল। তিনি বলেন, সারা ঘাটাল শহরে নতুন করে লকডাউন করা হচ্ছে না। তবে কোনও এলাকায় যদি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি থাকে তাহলে সেই এলাকাটিকে কন্টেইনমেন্ট জোন করা হতে পারে। সেটি হবে এলাকা ভিত্তিক। শহর জুড়ে লক ডাউন করার এই মুহূর্তে কোনও সম্ভাবনা নেই। গ্রামপঞ্চায়েতের ক্ষেত্রেও এলাকা ভিত্তিক কন্টেইনমেন্ট জোন হতে পারে। লকডাউন নয়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad