উৎসবের মেজাজে দাসপুরের লক্ষ্যাকুণ্ডু সমবায়ের মনোনয়ন দাখিল করল তৃণমূল

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ: দাসপুরের সমবায় নির্বাচনের মনোনয়নপত্র দাখিলকে ঘিরে তৃণমূলের মহা মিছিল। ঘটনা দাসপুর-২ ব্লকের অন্তর্গত লক্ষ্যাকুণ্ডু সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের। জানা যায় আগামী ১৯ মার্চ রয়েছে ওই সমবায় সমিতির নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে আজ ৩ মার্চ মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে। চলবে ৪ মার্চ পর্যন্ত। আর সেই দাখিলকে কেন্দ্র করে দাসপুর-২ ব্লক তৃণমূল সংগঠনের পক্ষ থেকে শতাধিক তৃণমূল কর্মী ও সাধারণ মানুষদেরকে নিয়ে মিছিল সহকারে তৃণমূলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। দাসপুর-২ ব্লক তৃণমূল সভাপতি সৌমিত্র সিংহরায় জানান, মোট আসন সংখ্যা রয়েছে ৪৮টি, অতিরিক্ত দেওয়া রয়েছে আরও ৭টি আসন। যেখানে বিরোধীরা কোনও মনোনয়নপত্র দাখিল করেনি। তাই নিশ্চিতভাবে তৃণমূল এই সমবায় জয়ী ধরাই যেতে পারে। আগামী ১৯ মার্চের পূর্বেই বিজয় উল্লাসে মেতে উঠবে। এদিন ব্লক সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত, খুকুড়দহ অঞ্চল তৃণমূল সভাপতি ঋষিকেশ মাইতি, খুকুড়দহ অঞ্চল মহিলা তৃণমূল সভাপতি প্রতিমা রানা সহ তৃণমূলের শতাধিক কর্মী সমর্থকরা। সেই সাথে এই মনোয়নপত্র দাখিলকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে  তার জন্য দাসপুর পুলিশের পক্ষ থেকে আঁটোসাঁটো ব্যবস্থা রাখা হয়েছিল।

রবীন্দ্র কর্মকার: ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177