রাস্তার দুই দিকে ইচ্ছেমত ইমারতি সামগ্রী মজুত রাখলেই কড়া পদক্ষেপ, ঘোষনা মনশুকা-১ গ্রাম পঞ্চায়েতের

স্থানীয় সংবাদ, কুমারেশ চানক:  ইচ্ছে মত রাস্তার দুই দিকে ইঁট বালি স্টোনচিপস্ সহ নানান ইমারতি সামগ্রী মজুত করে রাখা যাবে না। ব্যবসায়ীরাও তাঁদের সুবিধা মত যেখানে সেখানে ইমারতি সামগ্রী রাখতে পারবেন না। নির্দেশ আমান্য হলে এবার কড়া পদক্ষেপ নেবে গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষ। মাইক প্রচারের মাধ্যমে এমনটাই সাফ জানিয়ে দেওয়া হল মনশুকা-১ গ্রাম পঞ্চায়েতের তরফে। প্রসঙ্গত, রাস্তার দুই দিকে ইচ্ছে মত ইঁট বালি স্টোনচিপস্ মজুত করার ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বিভিন্ন সময়। সম্প্রতি মনশুকা এলাকায় যে সেতুটি তৈরি হচ্ছে সেই সেতু নির্মাণের সামগ্রী পরিবহনেও বাধা হয়ে দাঁড়াচ্ছে রাস্তার দুই দিকের ব্যক্তিগত ইমারতি সামগ্রীর মজুত। গতকাল একই সাথে করোনা সচেতনতার মাইক প্রচারও করা হয় মনশুকা-১ গ্রাম পঞ্চায়েতের তরফে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।