এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের ওসি বদলি হলেন, আসছেন বিশ্বরঞ্জন বন্দ্যোপাধায়

Published on: January 3, 2021 । 6:57 PM

তৃপ্তি পাল কর্মকার: ঘাটালের ওসি দেবাংশু ভৌমিক বদলি হলেন। নতুন ওসি হয়ে আসছেন বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়। বিশ্বরঞ্জনবাবু এর আগেও দু’বার ঘাটাল থানার ওসির দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি ডেবরার ওসি রয়েছেন। অন্যদিকে দেবাংশু ভৌমিক পশ্চিম মেদিনীপুর জেলার ডিআইবি দপ্তরে যাচ্ছেন। প্রসঙ্গত, দেবাংশুবাবুর বদলির খবর পেয়ে অনেকরই মন খারাপ হয়ে গিয়েছে। অত্যন্ত ভদ্র এবং মিশুকে ওসি হিসেবে সারা ঘাটাল থানা এলাকায় দেবাংশুবাবু জনপ্রিয় ছিলেন। করোনা এবং লক ডাউনের সময় তিনি যেভাবে সারা থানা এলাকার মানুষের পাশে ছিলেন তারজন্য অনেকেই তাকে মনে রাখবেন। কয়েক মাস আগে তিনিও করোনা সংক্রমিত হয়েছিলেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad