এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অসুস্থ-অথর্ব বৃদ্ধাকে ঘাটাল ভাসাপুলের সামনে ফেলে রেখে পালিয়ে গেল পরিজনেরা

Published on: February 1, 2020 । 7:06 PM

নিজস্ব সংবাদদাতা: আজ শনিবার ১ ফেব্রুয়ারি এই অথর্ব এবং অসুস্থ বৃদ্ধাকে ঘাটাল শহরের টাউন হলের সামনে তাঁর পরিজনেরা ফেলে রেখে চলে গেল। দুপুর ১২টা নাগাদ। বেশ কিছুক্ষণই ওই ভাবে পড়ে থাকেন। বৃদ্ধাটি অত্যন্ত অসুস্থ থাকার জন্য কথা বলতে পারেননি। তাই বৃদ্ধার কোথায় বাড়ি এখনও জানা যায়নি। ঘাটাল শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঝন্টু কর্মকার এবং ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়ন্ত বন্দ্যোপাধ্যায় টোটোয় করে ওই বৃদ্ধাকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করেছেন। শুধু তাই নয় ওই দুই যুবক নিয়মিত হাসপাতালে গিয়ে বৃদ্ধার দেখাশোনা করছেন। যদি কেউ ওই বৃদ্ধার খোঁজ পান ঘাটাল হাসপাতাল বা ঝন্টুবাবুর (9732997011) সঙ্গে যোগাযোগ করতে পারেন। 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now