দাসপুরে কোনও টাকা ছাড়াই অনলাইন ক্লাস নেওয়া শুরু করলেন এক শিক্ষক

নিজস্ব সংবাদদাতা: লকডাউন পরিস্থিতিতে দাসপুরের এক শিক্ষক অনলাইনে পড়ানো শুরু করলেন। যেকোনও স্কুলের পড়ুয়ারাই ওই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এর জন্য ছাত্রছাত্রীদের  কোনও রকম অর্থ প্রদান করতে হবে না। যে শিক্ষকের উদ্যোগে ওই ক্লাস নেওয়া শুরু হয়েছে তাঁর নাম শৈলেন চক্রবর্তী। তিনি গড়বেতা হাইস্কুলের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের শিক্ষক। দাসপুর গঞ্জে তাঁর বাড়ি।
বর্তমানে এই সর্বগ্রাসী করোনা ভাইরাস সমগ্র পৃথিবীকে ভয়ঙ্কর বিপদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই ভাইরাসের সংক্রমণ আটকানো সরকারের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর থেকে বাঁচার একটাই উপায়- সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ১০ জুন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে ছাত্রছাত্রীরা চরম সংকটের মধ্যে পড়েছে। ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার যুগে দাসপুরও পিছিয়ে নেই। শৈলেনবাবু নিজেই উদ্যোগ নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করে অনলাইনে ই-ক্লাসের ব্যবস্থা করলেন। উনি বিভিন্ন বিষয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ করে ছাত্রছাত্রীদের প্রতিদিন ই-ক্লাসের ব্যবস্থা করেছেন। হোয়াটসঅ্যাপ, জুম, ইউটিউব ইত্যাদি অ্যান্ড্রোয়েড অ্যাপ ব্যবহার করে ছাত্রছাত্রীদের সকাল ১০ টায় ক্লাস নিচ্ছেন এবং ১১ টায় নোটস দিচ্ছেন। এরপর সন্ধ্যে৭ টায় প্রশ্ন দিচ্ছেন যার উত্তরগুলি ওইদিনই ছাত্রছাত্রীরা অনলাইনে জমা দিচ্ছে। তবে একটাই শর্ত আজকে উত্তরগুলি জমা করতে হবে আর তাহলেই মিলবে পরের দিন ক্লাস করার অনুমতি।  শিক্ষক শৈলেনবাবু বলেন,  দাসপুর ও গড়বেতা এলাকার বহু ছাত্রছাত্রীই ই-ক্লাস করছে। এই মুহুর্তে একাদশ ও দ্বাদশ শ্রেণী শুরু হলেও ধীরে ধীরে বাকি ক্লাসগুলিও করানো হবে। অভিভাবকরা ওনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনলাইন ক্লাস সম্পর্কে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন:+91 97336 29091

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad