রাস্তায় চলাফেরার চেয়ে ধান চাষের উপযুক্ত এখন! বেহাল রাস্তায় ধান চাষ,প্রতিবাদে অভিনবত্ব দাসপুরে।

বাড়ি থেকে রাস্তায় নামলে বাড়ি ফেরা নিয়ে একটা অনিশ্চয়তা এ গ্রামে। হাঁটু সমান কাদায় অঘটন পায়ে পায়ে। রাস্তায় দাঁড়িয়ে রাস্তার নামেই ভোট বিকোয় এ গ্রামে। তবুও ভোট শেষে রাস্তার হাল ফেরেনা। ঘাটাল জুড়ে এমন অনেক রাস্তাই রয়েছে।

তবে এ রাস্তা দাসপুর-২ ব্লক এর গোছাতি গ্রাম পঞ্চায়েতের গোছাতি গ্রামে তরুণ মন্ডল এর বাড়ি থেকে সুরধনী সাউ এর বাড়ি পর্যন্ত। অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটি অবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে । কয়েকদিন টানা বৃষ্টির ফলে ওই রাস্তা দিয়ে গ্রামবাসীরা যাতায়াত করতে পারছেন না। গ্রামবাসীরা এবার রাস্তায় ধান রুয়ে রাস্তার হাল ফেরাতে এ পন্থা নিলেন। তাঁদের কথায়,রাস্তায় হাঁটু সমান কাদা।

পরিস্থিতি যা রাস্তা এখন ধানের জমি। অনায়াসে ধানের চাষ সম্ভব। গ্রামবাসী বিশ্বজিৎ দাস বলেন,প্রতিবারে ভোটের সময় সমস্ত দলের রাজনৈতিক ব্যক্তিরা এসে প্রতিশ্রুতি দিয়ে যান ঢালাই রাস্তার করে দেবে বলে কিন্তু ভোট মিটে গেলেই কোনো রাজনৈতিক দলের নেতাদের দেখা সাক্ষাৎ পাওয়া যায় না। সেই দুর্ভোগের মধ্যে পড়ে থাকতে হয় তাদের । ভোট আসলে রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকেই শুধু প্রতিশ্রুতি পাওয়া যায় । দীর্ঘদিন আগে এই রাস্তার জন্য বোর্ডও পড়েছে, কিন্তু কাজ হচ্ছে না । রাস্তার কাজ খুব দ্রুত শুরু না হলে পরবর্তী সময়ে বিডিও অফিস ঘেরাও করার দাবি তোলেন গ্রামবাসীরা।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭