ঘাটাল জুড়ে কি তবে জোট বেঁধেই সিপিএম বিজেপির যৌথ পোস্টার?এবার পঞ্চায়েতে নাস্তানাবুদ হবে তৃণমূল?

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: চোর তাড়াও, গ্রাম বাঁচাও ঘাটাল মহকুমার বিভিন্ন গ্রামে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] গ্রামে দেওয়ালে উঁকি দিলে এখন চোখে পড়বে এমনই লেখা পোস্টার। পঞ্চায়েত ভোট এখনও বলা চলে অথৈজলে। তার আগেই এমন পোস্টার গ্রামে গ্রামে। পঞ্চায়েতের আগে তৃণমূলকে ব্যাকফুটে ফেলতে তবে কী নিচু তলায় এক জোট সিপিএম বিজেপি? কারণ গ্রামের প্রত্যেকটি প্রান্তে অলিগলিতে পোস্টারে পোস্টারে ছয়লাপ করেছে সিপিএম বিজেপি, সেই পোস্টারে লেখা রয়েছে চোর তাড়াও, গ্রাম বাঁচাও। ঘটনা ঘাটাল ব্লকের মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর ও হরিসিংপুর গ্রামে। পঞ্চায়েত ভোটে এবারে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান, বিরোধীদের একত্রিত স্লোগান চোর তাড়াও গ্রাম বাঁচাও।

এলাকার সিপিএম নেতা সমীর হাজরা ও বিজেপি নেতা বিশ্বজিৎ জানার দাবিও এক। তাদের বক্তব্য, ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার বাড়ি, এলাকার সাধারণ মানুষকে না দিয়ে সমস্ত কিছুর সুবিধে নিয়েছে তৃণমূলের নেতা কর্মীরা, এক কথায় তারা চোর, তাই আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচনে প্রধান স্লোগান চোর তাড়াও গ্রাম বাঁচাও। আর এই পোস্টার দেওয়ার পরেই শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা। ঘাটালের তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাজির স্পষ্ট বক্তব্য ভোট যতই আসবে যেই রাম সেই বাম এই বিষয়টি সবাই প্রকাশ্যে দেখবে। তবে রাজনৈতিক সমীকরণ বলছে সিপিএমে কংগ্রেসের সাথে বিজেপি জোট বেঁধে বুথে তৃণমূলের বিরুদ্ধে একজন করে দাঁড়ালে ভোটের ফল আর লক্ষ্মীর ভাণ্ডারে সীমাবদ্ধ থাকবে না।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।