এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় ক্লাবের মধ্যে প্রকাণ্ড জলজ প্রাণীকে ঘিরে আতঙ্ক ছড়াল

Published on: May 12, 2020 । 3:17 PM

তনুপ ঘোষ: বিশাল আকারের এক জলজ প্রাণীকে ঘিরে আতঙ্ক ছড়ালো চন্দ্রকোণা-১  নম্বর ব্লকের বাগপোতা গ্রামে। এলাকার বাসিন্দারা ওই প্রাণীটিকে কুমির মনে করে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বনদপ্তর সূত্রে জানা যায়,   এই জলজ প্রাণীটি গাগরোল। বন দপ্তরের প্রাণীটির পরিচয় দিতে গ্রামবাসীরা আশ্বস্ত হন।
প্রসঙ্গত মঙ্গলবার ১২ মে ওই ব্লকের বাগপোতা গ্রামের এক ক্লাবের মধ্যে এই জলজ প্রাণীকে দেখতে পাওয়া যায়। ক্লাবের কোনও মুখ লুকানো অবস্থা দেখে  এলাকার মানুষ ওটিকে কুমির বলে মনে করেন। তার ফলেই  এলাকায় ছড়িয়ে পড়ে।  বহু উৎসাহী মানুষ প্রাণীটিকে দেখার জন্য ভিড় করেন। খবর পেয়ে বনদপ্তর এর আধিকারিকরা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad