এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পরকীয়ার শাস্তি হিসেবে গৃহবধূকে গলায় জুতোর মালা দিয়ে ঘোরানো হল

Published on: June 27, 2021 । 1:59 PM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পরকীয়ার শাস্তি দিল গণআদালত। গৃহবধূকে গলায় ফুলের মালার সঙ্গে জুতোর মালা দিয়ে সারা গ্রাম ঘোরানো হল। আজ ২৭ জুন সকালে এই রকম আদিম যুগীয় ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার প্রতাপপুর গ্রামে। ওই ঘটনা ঘিরে সারা মহকুমা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ঘটনার কথা স্বীকার করে নিয়ে জানান, এই ধরনের ঘটনা তীব্র নিন্দনীয়। পুলিস ওই ঘটনায় একজনকে আটক করেছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের এই গৃহবধূর বছর এগারো আগে বিয়ে হয়। দুটি সন্তানও রয়েছে। বছর দুই আগে তিনি শ্বশুর বাড়ির পাড়ার এক যুবকের সঙ্গে ফের পালিয়ে যান। এই গৃহবধূ ২৫ জুন সেই যুবককে নিয়ে ফিরে এসে ‘স্বামী স্ত্রী হিসেবে’ যুবকের বাড়িতে ওঠেন। সেই ঘটনা দেখার পরই গ্রামের মোড়লরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। গৃহবধূর প্রথম শ্বশুর বাড়ির লোকদের নিয়ে সেই গৃহবধূকে আজ জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘোরানো হয়।
এই ঘটনাটি ঘিরেই এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। যদিও জানা গিয়েছে, গৃহবধূ আগের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না করেই ওইঘটনা ঘটানোর জন্য গণআদালত গৃহবধূকে ওই শাস্তি দিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad