সরকারি সহায়তায় নয়, যুবকদের উদ্যোগে প্রত্যন্ত গ্রামে গড়ে উঠছে শিশুউদ্যান

মন্দিরা মাজি: গ্রামের শিশুদের খেলার জন্য যুবকদের উদ্যোগে দাসপুর-১ ব্লকের পোস্তঙ্কা গ্রামে গড়ে উঠল আস্ত এক শিশুউদ্যান। একটা শিশুউদ্যান থাকলে বিনোদনের অনাবিল আনন্দে ছোটছোট ছেলেমেয়েদের মুখে একটু খুশির হাসি ফুটবে। এই ভাবনা থেকেই দাসপুর এবং কলকাতার কয়েকজন যুবক মিলে নিজেদের উদ্যোগেই ওই গ্রামে গড়ে তোলা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটি চিলড্রেন পার্ক। পোস্তঙ্কা গ্রামের যুবক তথা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শুভদীপ সামন্ত বলেন, এই শিশুউদ্যানটির জন্য আর্থিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কলকাতার বাইক রাইড গ্রুপ ‘টিম অফবিট এক্সপ্লোরার’। •ভিডিও
মূলত ওই বাইক রাইড গ্রুপের সদস্য রাজা দেবনাথ, মৈনাক পাল, শুভ বসাক সহ বেশ কয়েকজন যুবক মিলে এই পার্কটির জন্য যাবতীয় সহায়তা করে আসছেন। ওই গ্রামেরই বাসিন্দা মদন সামন্ত তাঁর ছেলে মলয় সামন্তর স্মৃতিতে পার্কটির জন্য জায়গা দান করেছেন। সরবেড়িয়া-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অরিজিত বটব্যাল, দীপঙ্কর সামন্ত, সঞ্জয় সামন্ত, মনোজিত দোলইরা বলেন, প্রত্যন্ত গ্রামে এই পার্কটিকে ঘিরে সবারই উৎসাহ, উদ্দীপনা রয়েছে। বন পরিষ্কার করে, মাটি কেটে জায়গাটিকে পার্কে রূপ দিতে কোমরবেঁধে পাশে দাঁড়িয়েছেন এলাকার মানুষজনও।
পার্কটি তৈরি করার জন্য কয়েকমাস আগে পার্কের ভূমি পুজো হয়। বর্তমানে পার্কে একটি স্লিপার সহ গুটি কতেক জিনিসপত্রের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই পার্শ্ববর্তী গ্রাম জনাদর্নপুর, সামাটের ছোটছোট ছেলেমেয়েরা বেড়াতে এবং খেলতে আসছে এই পার্কে। পার্কটিতে দোলনা, ঘুর্ণি সহ আরও অন্যান্য বিনোদনের সরঞ্জাম করার ইচ্ছে আছে তাঁদের। সরকারি সহায়তা পেলে খুবই ভালো হত বলে ওই যুবকরা জানান।
কেন এই প্রত্যন্ত গ্রামে কলকাতার বাসিন্দা যুবকেরা পার্ক তৈরির উদ্যোগ নিলেন সেই প্রশ্নের উত্তর জানতেই আমরা
বাইক রাইড গ্রুপের সদস্য রাজা দেবনাথের সঙ্গে যোগাযোগ করি। তিনি বলেন, আমরা কলকাতা থেকে ভারতের বিভিন্ন স্থানে বাইকে করে দল বেঁধে ঘুরে বেড়াই, এটাই আমাদের নেশা। একইসঙ্গে সমাজের জন্য ভালো কিছু করারও সাধ্যমত প্রচেষ্টা করি। ইতিপূর্বে এই পোস্তঙ্কা গ্রামে এসে আমরা এই জায়গায় একটা শিশুউদ্যানের অভাব লক্ষ্য করি। তখনই আমি আমার পরিচিত শুভদীপবাবুর সাথে যোগাযোগ করে উদ্যোগ নিতে বলি। তারপর আমরা আমাদের সাধ্য মতো পার্কে কিছু কাজ করেছি। আগামী দিনেও আরও কিছু কাজ করার ইচ্ছে রয়েছে।
ওই গ্রামের বাসিন্দারা জানান, পার্কটির পূর্ণাঙ্গ রূপ দিতে যে কেউই সহযোগিতা করতে পারেন। যোগাযোগের নম্বর: ৮৯৭২৬৪৫১৩১।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

মন্দিরা মাজি: •‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015