এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাজ্যসরকারের পথশ্রী অভিযান দিবসের সূচনা হল চন্দ্রকোণায়

Published on: October 2, 2020 । 9:53 AM

বাবলু সাঁতরা: রাজ্যসরকারের পথশ্রী অভিযান দিবসের সূচনা হল চন্দ্রকোণায়। ১ অক্টোবর চন্দ্রকোনা-২ ব্লকের বান্দিপুর ২ গ্রাম পঞ্চায়েতের বান্দিপুর উত্তর সংসদে পথশ্রী অভিযান দিবসের সূচনা হয়। বান্দিপুর উত্তর সংসদের পুরনো একটি ৯৮ মিটার মোরাম রাস্তা কংক্রিট ঢালাই নির্মানের সূচনা করা হয় এদিন আনুষ্ঠানিকভাবে।রাজ্যসরকারের ঘোষিত পথশ্রী অভিযান প্রকল্পের মধ্যে দিয়ে ওই নতুন রাস্তা নির্মান করবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। তারই আনুষ্ঠানিক সূচনা করেন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আধিকারিকরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177