বীরসিংহের পরিবেশ রক্ষায় এগিয়ে এল ফটোগ্রাফি ফোরাম

তৃপ্তি পাল কর্মকার: বীরসিংহের পরিবেশ রক্ষায় এগিয়ে এল ঘাটাল ফটোগ্রাফি ইউনাইটেড ফোরাম। আজ

১২ই আশ্বিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্ম দিবস উপলক্ষে ওই সংগঠনের পক্ষ থেকে বীরসিংহে বেশ কয়েকটি বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক অসীম পাল। উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপকুমার মাজি, বীরসিংহ ভগবতী হাইস্কুলের টিআইসি শক্তিপদ বেরা প্রমুখ। মহকুমা শাসক বলেন, শুধু গাছ লাগালে হবে না। সেগুলি রক্ষনাবেক্ষনও করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপ মাজি ওই সংগঠনের সদস্যদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার জন্য সমস্ত রকমের সহযোগিতা করার আশ্বাস দেন। সংগঠনের কর্মকর্তারা দিলীপবাবুর আশ্বাসে খুশি।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad