নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে পরিত্যক্ত জমিতে বৃক্ষরোপণ

অরণ্য সপ্তাহকে মাথায় রেখে,পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে নন্দনপুর-২ গ্রাম পঞ্চায়েতের তিয়রবেড়িয়া গ্রামে একটি পরিতক্ত খাস জমিকে সবুজে উদ্যানে পরিনত করার লক্ষ্যে অভিনব উদ্যোগ উক্ত গ্রাম পঞ্চায়েতের। আজ সোমবার বৃক্ষরোপন কর্মসূচির মধ্যদিয়ে নানান গাছ লাগানো হল সেখানে।
লাগানো হল ১০০ এর বেশি সুপরি গাছ, বিভিন্ন পাতাবাহার ও বিভিন্ন প্রজাতির ফুলের চারা তাছাড়াও লাগানো হয়েছে ছাতিম,রাবার,ঝাউ, নারকেলের মতো গাছও। আজকের এই বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দনপুর-২ প্রধান কল্যাণী দোলাই, দাসপুর-১ ব্লকের কৃষি ও সেচ কর্মাধক্ষ রাজীব দাসঠাকুর,নন্দনপুর-২ গ্রামপঞ্চায়েত সম্পাদক বাসুদেব পোড়িয়া,গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সুনীতা বর,ভিলেজ উন্নয়ন আধিকারিক শ্রী অসিত পাইন ও শিল্প-পরিকাঠামো আধাকারিক দিলীপ পাইন সহ অন্যান্যরা।

শ্রীকান্ত ভুঁইঞা: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/