ঘাটালের বন্যা দুর্গতদের পাশে পুলিশ: দিবারাত্রি এক হাজার অসহায় মানুষ পাচ্ছেন রান্না খাবার

মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: বন্যা দুর্গতদের জন্য পশ্চিম মেদিনিপুর জেলা পুলিশের উদ্যোগে ঘাটাল থানার ব্যবস্থাপনায় প্রতিদিন দুস্থ ও অসহায় মানুষদের কাছে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে পুলিশ। বিপর্যয়ের সময় পুলিশের এই মানবিক দিক দেখে খুশি ঘাটালবাসী। ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক বলেন, ঘাটাল থানার ভিবিন্ন এলাকায় কমিউনিটি কিচেনের মাধ্যমে দিবারাত্রি প্রায় এক হাজার অসহায় মানুষকে বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁচ্ছে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বন্যা দুর্গত মানুষের সেবায় পুলিশ সবসময় রয়েছে। প্রসঙ্গত, করোনা কাল সহ বছরের বিভিন্ন সময় অসহায় মানুষদের পাশে ঘাটাল পুলিশকে থাকতে দেখেছে ঘাটালবাসী। পুলিশের এহেন ভূমিকায় প্রশংসা কুড়িয়েছেন দেবাংশুবাবু।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।