সৌমেন মিশ্র:লকডাউনের নিয়ম তোয়াক্কা করেই ঘাটাল মহকুমার প্রতিটি বাজারে জনগণের নজরকাড়া জমায়েত,ছুটির মেজাজে কেনাকাটা। প্রশাসন যেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে নূন্যতম ১ মিটারের দূরত্বে কথাবার্তা বা বাজার করার কথা বলছে সেখানে ঘাটালের দাসপুরের বিভিন্ন বাজারের চরম অবহেলা দেখা গেল এলাকাবাসীর মধ্যে। হাঁচি কাশির মাঝেই কেনা কাটা। যদিও বেলা বাড়ার সাথে সাথে ব্যপক তৎপরতা দেখায় দাসপুর পুলিস। দাসপুররের রাজনগর,হোসেনপুর,সামাট,নাড়াজোল,চাঁইপাট,গৌরার মত বড়বড় বাজারের অনেকক্ষেত্রেই লাঠি চার্জ করে জনগণকে তাদের দায়িত্বশীল করার চেষ্টা করে।
করোনা: দাসপুরের বিভিন্ন সব্জি বাজারে ভিড় হঠাতে র্যাফ নামানো হল
By সৌমেন মিশ্র
Published on: March 25, 2020 । 4:53 PM




