উঠোন ভরা আলপনা দিয়ে আজ পৌষ পার্বণ আর ক্ষেত্রলক্ষ্মীর পুজো

তৃপ্তি পাল কর্মকার: পৌষ শেষের কনকনে শীত উধাও। তবু পার্বণ থেমে নেই। আজ পৌষ পার্বণ। মকরসংক্রান্তি ও ক্ষেত্রলক্ষ্মীর পুজো উপলক্ষে আজ আজ বাঙালির ঘরে ঘরে পালিত হচ্ছে পৌষ পার্বণ। পৌষ পার্বণ মানেই পিঠেপুলির ব্যাপার থাকেই। সব বাড়িতেই আজ কম বেশি পিঠে পুলি  আয়োজন চলছে।
সেই সঙ্গে  বাড়ির বাইরে বা ছাদে আজ ক্ষেত্রলক্ষ্মীর পুজোর আয়োজন।  নানান উপাচারের সঙ্গে এই পুজোয় লাগে সর্ষে ফুল ও মুলো ফুল। ঘাটাল মহকুমায় এই ক্ষেত্রলক্ষ্মীর পুজোর জন্য গৃহস্থের ঘরে ঘরে উঠোন ভরা আল্পনা দেওয়া হয়।  আলপনার ছটায় প্রতি ঘরেই লক্ষ্মীশ্রী উপচে পড়ে। কাঁচা, অপটু, পটু সব হাতেই আজ আলপনা পড়েছে গৃহস্থের ঘরে। সেই সঙ্গে আজ হালকা শীতের আমেজ নিয়ে পিঠেপুলি আর মকরে বুঁদ ঘাটাল মহকুমার বাসিন্দারা। ওই আল্পনাটি দিয়েছেন ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ড দুরভাষ পল্লীর জোৎস্না মণ্ডল। ইনসেটে জোৎস্না মণ্ডলের।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad