চুরির ঘটনায় ধৃত সৌমাল্যকে জেরা করে ঘাটাল পুলিশের হাতে নানান তথ্য, গ্রেফতার আরও ১

মনসারাম কর, সিনিয়র সাংবাদিক, স্থানীয় সংবাদ:  ঘাটালের কোন্নগরের একটি ফ্ল্যাটে তালা ভেঙে চুরির ঘটনায় গত ৯ জানুয়ারি সৌমাল্য নামে এক যুবককে পাঁশকুড়া থেকে গ্রেফতার করেছিল ঘাটাল থানার পুলিশ। অভিযুক্ত যুবক ইংরেজিতে মাস্টার্স এবং রেলের প্রাক্তন কর্মী। পুলিশের সক্রিয় ভূমিকায় সেই সৌমাল্যকে জেরা করে চুরির ঘটনার নানান তথ্য এসেছে পুলিশের হাতে। তথ্যসূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ধৃত সৌমাল্যকে জেরা করে গতকাল ১৭ জানুয়ারি তার ছায়াসঙ্গী প্রকাশ শাসমল নামে আরও এক যুবককে পাঁশকুড়া থেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে সৌমাল্যর সর্বক্ষণের ছায়াসঙ্গী হিসেবে কাজ করত প্রকাশ নামে এই যুবক। চুরি ছাড়া প্রকাশের অন্য কোনও পেশা নেই। প্রকাশকে জেরা করে চুরির ঘটনার আরও অনেক তথ্য উঠে আসতে পারে বলেই পুলিশের ধারণা। প্রসঙ্গত, গত বছর ৯ জুন হাওড়ার আন্দুল স্টেশন রোডের একটি ফ্ল্যাটে সোনা ও নগদ টাকা সহ প্রায় ১০ লক্ষ টাকা চুরির ঘটনায় এই সৌমাল্য ও তার ছায়াসঙ্গী প্রকাশকে গ্রেপ্তার করেছিল সাঁকরাইল থানার পুলিশ। ফের ঘাটাল পুলিশের জালে চুরির ঘটনায় অভিযুক্ত দুই যুবক। ধৃত প্রকাশকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ, আজ তাকে কোর্টে তোলা হবে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।