এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণসভা

Published on: September 5, 2020 । 9:03 PM

শ্রীকান্ত ভুঁইঞা ও সুইটি রায়: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যয়ের স্মরণ সভার আয়োজন করল প্রণব মুখোপাধ্যায় অনুরাগীবৃন্দ। আজ ৫ সেপ্টেম্বর ঘাটাল শহরের কুশপাতার একটি বেসরকারি মিটিং হলে ওই স্মরণসভায় অংশগ্রহণ করেন ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল কর, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি দিলীপ মাজি, শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের শিক্ষক চন্দ্রনাথ খাঁড়া প্রমুখ। এক সময় প্রণব মুখোপাধ্যায়  প্রায়ই ঘাটাল আসতেন। রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে এসেছিলেন। সেই সময় দুলালবাবু ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ওই সময় দুলালবাবু কয়েকবার দিল্লিতে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন।প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিকাশবাবু, শিক্ষক সমীরণ মাইতিও। এদিনের স্মরণসভায় প্রণব মুখোপাধ্যায়ের বিশেষ বিশেষ দিকগুলি তুলে ধরা হয় এবং স্মৃতি চারণ করা হয়।
অন্যদিকে দাসপুর-১ ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ গৌরা গোবিন্দনগরে  প্রণব মুখোপাধ্যায়ের স্মরণসভা করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি জগন্নাথ গোস্বামী, জেলা কংগ্রেস কমিটির সদস্য রেবতী মোহন পাত্র, জেলা কংগ্রেস কমিটির সম্পাদক সুপ্রিয় বেরা, দাসপুর বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি সেখ রফিক, দাসপুর-২ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি গোরাচাঁদ কাপড়ি, দাসপুর-১ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অংশুমান মাজি প্রমুখ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।