এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে তৃণমূলের পার্টি অফিসে ৩০০ পরিযায়ী শ্রমিকের বিক্ষোভ

Published on: July 13, 2020 । 7:31 PM

নিজস্ব সংবাদদাতা: পরিযায়ী শ্রমিকেরা রেশন কেন পাননি তার জন্য আজ সন্ধ্যায় ঘাটাল শহরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে  বিক্ষোভ। প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক ওই পার্টি অফিসে সন্ধ্যে থেকে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে থাকা তৃণমূলের নেতারা বাইরে বেরোতে পারছেন না। এদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপির উস্কানিতে এই সব চলছে। বিজেপি নেতা রামকুমার দে বলেন, ওই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। স্থানীয় বাসিন্দারাই ক্ষোভে ওই কাজ করছেন। এলাকা ক্রমশ উত্তপ্ত হচ্ছে। পুলিশ এখনও পৌঁছায়নি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad