ঘাটালে ফের দুর্গা পুজো পারমিশনের আবেদন নেওয়া শুরু হল

সুইটি রায়: ঘাটাল মহকুমায় আবার দুর্গা পুজোর অনুমতি দেওয়া শুরু হল। আজ দুপুর থেকে দুর্গা পুজোর অনুমতির জন্য অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়েছে। ওই পোর্টালে গিয়ে প্রয়োজনীয় অনুমতি দিয়ে আবেদন করতে পারেন। ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল বলেন, ঘাটাল মহকুমার অনেক পুজো কমিটিই এখনও দুর্গাপুজোর অনুমতি পায়নি বলে খবর এসেছে। সেজন্যই ফের পুজো পারমিশনের জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। একই সঙ্গে এখন লক্ষ্মী ও কালী পুজোরও আবেদন করা যাবে। •এপ্রসঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভিডিও বক্তব্য সরাসরি শুনতে এখানে ক্লিক করুন।
প্রসঙ্গত এবছর আমাদের ঘাটাল মহকুমায় এপর্যন্ত মোট  ২৯৭টি দুর্গা পুজো কমিটিকে   পুজোর পারমিশন দেওয়া হয়েছে। তার মধ্যে নতুন পুজো রয়েছে ১২৩ টি। পুজো পারমিশনের জন্য শুক্রবার ১৬অক্টোবর শেষ তারিখ ছিল। কিন্তু অনেকই ওই তারিখের মধ্যে আবেদন করতে না পারায় ফের পোর্টালটি খুলে দেওয়া হল। আবার অনলাইনে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন করতে পারবেন। তার জন্য অফিসে যেতে হবে না। পুজোর অনুমতি পত্রও ইমেলে বাড়িতে বসে পেয়ে যাবেন বলে মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

সুইটি রায়: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: ss.ghatal@gmail.com