পুতুল নাচ দেখার জন্য চন্দ্রকোণার ঝাঁকরাতে উপচে পড়া ভিড়

অনামিকা বন্দ্যোপাধ্যায়, ঝাঁকরা: পুতুল নাচ হ’ল থিয়েটার বা [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] পারফরম্যান্সের একটি রূপ যেখানে পুতুলের মাধ্যমে কাহিনী বলা হয়। এই বাংলায় এটি প্রচলিত একটি প্রাচীন ঐতিহ্য। গ্রামীণ জনপদে আবালবৃদ্ধ বনিতার বিনোদনে বিশেষ করে শিশুদের বিনোদনে পুতুল নাচ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমানে সেই পুতুল নাচ প্রায় বিলুপ্তির পথে। শিশু কিশোরেরা তো দূরের কথা বর্তমান প্রজন্মের অনেক যুবক-যুবতী পুতুল নাচ কী তা জানেন না। সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য পুতুল নাচকে আবাল-বৃদ্ধ-বণিতার কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিল চন্দ্রকোণা-২ ব্লকের ঝাঁকরা নেতাজি মেলা কমিটি। ওই মেলা কমিটির অন্যতম কর্মকর্তা তথা চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন, এই এলাকার বহু মানুষ পুতুল নাচ দেখেননি তাই। এবার মেলায় আমরা পুতুল নাচ প্রদর্শনের ব্যবস্থা করেছি। আজ ১১ ফেব্রুয়ারি মেলার পঞ্চম দিনে সন্ধ্যার পর থেকে পুতুল নাচ শোয়ের আয়োজন করা হয়েছিল। পালার নাম ছিল ‘হরিশচন্দ্র শৈব্যা’। পুতুল নাচ দেখার জন্য সমস্ত বয়সের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।