রবীন্দ্রনাথের ধর্মভাবনা বিষয়ে সৃজন এর সাহিত্য সভা

ঘাটাল মহকুমা জুড়ে সাহিত্য পত্রিকা সৃজন নানান সাহিত্য কর্মকাণ্ডের মাধ্যমে বাংলার সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছে। ২৬ জুন রবিবার দাসপুরের সুলতাননগর সমবায় সমিতির সভাগৃহে ঘাটাল সৃজন পত্রিকার উদ্যোগে রবীন্দ্রনাথের ধর্মভাবনা নিয়ে এক মনোজ্ঞ আলোচনা সভা হল। বিভিন্ন সাহিত্য সৃষ্টির মাঝে কবিগুরুর ধর্ম ভাবনা ঠিক কেমন ছিল সে বিষয়ে এদিন রবীন্দ্রনাথের অন্যদিক উন্মোচিত হল।

কবি ও সাহিত্যিক কেশব মেট্যা বলেন,ঘাটাল মহকুমা জুড়ে সৃজন পত্রিকার ক্রমাগত এই দুর্ণিবার আয়োজন মহকুমার সাহিত্যপ্রেমীদের কাছে বাড়তি পাওনা। এদিনের অনুষ্ঠানের পৌরহিত্য করেন, বিশিষ্ট প্রাবন্ধিক ও আলোচক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক উমাশংকর নিয়োগী। তবে আলোচনা সভার মুল আলোচক ছিলেন প্রাবন্ধিক ও আলোচক বিজয় পাল। শিক্ষক ও সাহিত্যিক বঙ্কিম মাজীর উদ্বোধনী সংগীত ও সৃজন এর সম্পাদক লক্ষ্মণ কর্মকারের স্বাগত ভাষণের পরে মুল আলোচক বিজয় পাল বাস্তবতার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের ধর্মভাবনা নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

মাঝে মহকুমার অপর এক সাহিত্যিক ও বাচিক শিল্পী বিশ্বজিৎ চক্রবর্তীর আবৃত্তি ও ইংরেজি ভাষার শিক্ষক নিখিলেশ ঘোষের সংগীতে সভা অন্য রূপ পায়। সভাপতি উমাশংকর নিয়োগী রবীন্দ্রনাথকে নতুন করে চেনান যা আলোচনায় উপস্থিত কবি,সাহিত্যিক,ও শ্রোতাদের মুগ্ধতাকে স্পর্শ করে।

শিক্ষক প্রদীপ পাত্রের আবৃত্তি এবং সুপ্রিয়া অধিকারীর রবীন্দ্র সংগীত ও নজরুলগীতি উপস্থিত প্রায় শতাধিক শ্রোতা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এদিনের অনুষ্ঠানে শিক্ষক ও সাহিত্যিক শ্রীজিত জানার সাবলীল ও প্রাঞ্জল সঞ্চালনা সমগ্র অনুষ্ঠানটিকে অন্য মাত্রা দেয়।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭