চন্দ্রকোণায় রেশন দোকান ও পেট্রোল পাম্পে বিশেষ অভিযান

অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’, চন্দ্রকোণা: ওজন বা পরিমাপে ক্রেতারা কোনও ভাবে প্রতারিত হচ্ছে কিনা তা দেখার জন্য বিশেষ অভিযান চালাল চন্দ্রকোণা-২ ব্লক প্রশাসন এবং ঘাটাল মহকুমা আইনি পরিমাপবিদ্যা বিভাগ। আজ চন্দ্রকোণা-২ বিডিও অমিত ঘোষ নিজে বিভিন্ন দোকানে, পেট্রোল পাম্পে, রেশন দোকানে গিয়ে হানা দেন। তাঁর সঙ্গে ছিলেন ঘাটাল মহকুমা আইনি পরিমাপ দপ্তরের পরিদর্শক আনন্দ প্রামাণিক। বিডিও বলেন, প্রত্যেকটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল পরিমাণে কম দেওয়া হচ্ছে কিনা, নিরাপত্তার ত্রুটি রয়েছে কিনা,  বেশি দাম রাখা হচ্ছে কিনা এসব বিষয়ের পাশাপাশি পেট্রোল পাম্প পরিচালনায় নিয়মনীতি মানা হচ্ছে কিনা সংশ্লিষ্ট বিষয়ে কাগজপত্র ও ক্রমাঙ্কন তালিকা যাচাই করেও দেখা হয়েছে। রেশন দোকানেও ওজন ঠিক-ঠাক দেওয়া হচ্ছে কিনা দেখা হয়।
প্রসঙ্গত, জেলা শাসকের খুরশেদ আলি কাদরির নির্দেশেই জেলা জুড়ে এই অভিযান চলছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।