টানা বৃষ্টি!বাঁধ ভাঙার আতঙ্ক দাসপুর,ঘাটাল,চন্দ্রকোনা জুড়ে

তনুপ ঘোষ ও প্রশান্ত দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: শিলাবতী নদীর জল স্তর বাড়তেই চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত কোশাডাল গ্রামে শিলাবতী নদী বাঁধে দেখা দিল ধস। আরে ধস মেরামত করতে তৎপর গ্রামের বাসিন্দারা। জানাযায় শিলাবতী নদীর এই বাঁধ ভেঙে গেলে কেশাডাল ভগবন্তপুর সহ ৫-৬ টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা, তাই যুদ্ধকালীন তৎপরতায় গ্রামবাসীরা বাঁস ও থলিতে মাটি ভরে বাঁধ মেরামত করতে ব্যস্ত।

অন্যদিকে বড়সড় ধস দাসপুরের সামাটবেড়িয়া এলাকার কাঁসাই নদীর বাঁধে,আতঙ্কিত এলাকাবাসী। জানা যাচ্ছে,কয়েকদিনের টানা বৃষ্টি সাথে নদীর জল স্তর বৃদ্ধির ফলে দাসপুর এলাকায় কাঁসাই নদীর বাঁধের একাধিক জায়গায় ধসের সৃষ্টি হয়েছে।

আজ ১৫ সেপ্টেম্বর বুধবার দাসপুরের সামাটবেড়িয়া নৌকাঘাট সংলগ্ন এলাকায় প্রায় ২০ থেকে ৩০ ফুটের মতো নদীর পাড় পাশাপাশি বেশ কয়েক ফুট ওই অংশের নদী বাঁধও ধসে গেছে।এরজেরেই আজ বুধবারের সকাল থেকেই এলাকায় কিছুটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে,নদীর জলস্তর বিপদসীমার অনেকটাই নীচে তাই ওই ধস থেকে ওই অংশে বাঁধ ভেঙেযাবে এমন আতঙ্কের কোনো কারণ নাই।

তনুপ ঘোষ: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com