দাসপুরের স্কুলে বৃষ্টির জল সঞ্চয় করে ব্যবহার করা শেখানো হচ্ছে

শান্তনু সাউ: অভিনব উদ্যোগ!  দাসপুরের প্রত্যন্ত গ্রামের একটি প্রাথমিক স্কুল বৃষ্টির জল সঞ্চয় করে ব্যবহার

করার পদ্ধতি পড়ুয়াদের  হাতে নাতে শেখাচ্ছে।   দাসপুর-২ ব্লকের ওই স্কুলটির নাম নিশ্চিন্তপুর ঢেউ ভাঙা পাড়া প্রাথমিক বিদ্যালয়। বৃষ্টির জল অপচয় না করে সেটা ট্যাঙ্কের মাধ্যমে সঞ্চয় করে তা ব্যবহার করার ঘটনা ঘাটাল মহকুমার ক্ষেত্রে এটি একটি বিরল উদাহরণ বলা যেতেপারে। বর্তমানে ভূগর্ভস্থ জলের সংকট ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এমন অবস্থায় শুধু প্রচার মাধ্যমে থেমে না থেকে শিক্ষকদের এই অভিনব উদ্যোগে খুশি ওই এলাকার বাসিন্দা  ও অভিভাবকরা।  এই ভাবে বৃষ্টির জল ধরে তা  বাথরুম ও বাগানে ব্যবহার করতে পেরে বিশেষ উৎসাহ পাচ্ছে পড়ুয়ারাও।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad