এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের রাণী অ্যাম্বুলেন্স হাওড়ায় দুর্ঘটনার মুখে, গুরুতর জখম অনেকেই

Published on: March 17, 2021 । 1:22 PM

মন্দিরা মাজি(স্থানীয় সংবাদ, ঘাটাল): ঘাটাল শহরের রাণী অ্যাম্বলেন্স কিছু ক্ষণ আগে হাওড়া জেলার দেউল্টিতে দুর্ঘটনার মুখে পড়েছে। অ্যাম্বুলেন্সটি ঘাটাল থেকে রোগী নিয়ে কলকাতা যাচ্ছিল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অ্যাম্বুলেন্সে থাকা রোগী এবং রোগীর পরিজন সহ অনেকেই গুরুতর জখম হয়েছেন। বিস্তারিত খবর আমরা পরে জানাচ্ছি। আমাদের এই ফেসবুক পেজে চোখ রাখুন।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015