মন্দিরা মাজি(স্থানীয় সংবাদ, ঘাটাল): ঘাটাল শহরের রাণী অ্যাম্বলেন্স কিছু ক্ষণ আগে হাওড়া জেলার দেউল্টিতে দুর্ঘটনার মুখে পড়েছে। অ্যাম্বুলেন্সটি ঘাটাল থেকে রোগী নিয়ে কলকাতা যাচ্ছিল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অ্যাম্বুলেন্সে থাকা রোগী এবং রোগীর পরিজন সহ অনেকেই গুরুতর জখম হয়েছেন। বিস্তারিত খবর আমরা পরে জানাচ্ছি। আমাদের এই ফেসবুক পেজে চোখ রাখুন।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন
ঘাটালের রাণী অ্যাম্বুলেন্স হাওড়ায় দুর্ঘটনার মুখে, গুরুতর জখম অনেকেই
By মন্দিরা মাজি
Published on: March 17, 2021 । 1:22 PM








