যুব দিবসে পুরস্কৃত হলেন নাড়াজোল রাজ কলেজের অধ্যাপক ড. রণজিৎকুমার খালুয়া

দেবাশিস কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ১২ জানুয়ারি জাতীয় যুবদিবস উপলক্ষ্যে কলকাতা [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ওয়ার্ল্ড অ্যাচিভার্স ফাউন্ডেশন বাংলার বিশিষ্ট শিক্ষাব্রতী, বিজ্ঞানী, সাংবাদিক, সমাজকর্মীদের পুরস্কৃত করল। নাড়াজোল রাজ কলেজের বর্তমান উপাধ্যক্ষ ড. রণজিৎকুমার খালুয়া শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফাউন্ডেশন কর্তৃক ওইদিন পুরস্কৃত হলেন। রণজিৎবাবু বলেন, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে এবছর কলকাতা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান আয়োজিত করা হয়। ওই অনুষ্ঠানে সারা বাংলার কৃতী ব্যক্তিদের স্ব-ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বামী বিবেকানন্দ এক্সিলেন্স আয়ার্ড দেওয়া হয়েছে। ওই ফাউন্ডেশনের এক কর্মকর্তা ড. তন্ময় রুদ্র বলেন, আমরা ২০১৭ সাল থেকে প্রতিবছর স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবসে বাংলার বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের পুরস্কৃত করে আসছি। এবছরও সেই পরম্পরা বজায় রইল। উল্লেখ্য, এবিষয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটিই পুরস্কারের জন্য কৃতী ব্যক্তিদের নাম মনোনীত করে। ওইদিন যুব দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দেবাশিস কর্মকার: ঘাটাল মহকুমার যে কোনও খবর/সমস্যার কথা আমাকে জানাতে পারেন। মো: 9002782999 / 9732738015 /9933066200 •ইমেল: dk.ghatal@gmail.com