ঘাটালে রেডক্রসের উদ্যোগে আদিবাসীদের হাইজিন কিট বিতরণ

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ; ঘাটাল: ৫ মার্চ ঘাটালের দন্দীপুরে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের হাইজিন কিট বিতরণ করল রেডক্রসের ঘাটাল শাখা। এদিন বিকেলে দন্দীপুর সমবায় সমিতি প্রাঙ্গণ থেকে ৮০ জন তপসিলী উপজাতি পুরুষ ও মহিলাদের হাইজিন কিট ও মাস্ক বিতরণ করা হয় বলে জানান রেডক্রসের রিলিফ ইন চার্জ শুভদীপ সিংহ রায় এবং কোষাধ্যক্ষ শ্যামল রায় । ওইদিন সাহায্যের হাত বাড়িয়ে ওখানকার স্থানীয় বাসিন্দা লক্ষ্মণ  দোলই , লবা  কিস্কু প্রমুখ।ওই হাইজিন কিট ও মাস্ক পেয়ে খুবই খুশি ওখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

রবীন্দ্র কর্মকার: ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177