রেডক্রশের উদ্যোগে ঘাটালে আদিবাসীদের সাবান, মাস্ক, স্যানিটাইজার, ত্রিপল প্রদান

সুরজিত ভুঁইঞা: ভারতীয় রেডক্রশ সোসাইটির ঘাটাল শাখার উদ্যোগে ঘাটাল মহকুমার দেওয়ানচক-১ ও ২ গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক আদিবাসীদের সাবান, মাস্ক, স্যানিটাইজার, ত্রিপল প্রদান করা হল। আজ ১ নভেম্বর দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েতের ভগবতীদেবী বহুমুখী বন্যা-ঘূর্ণিঝড় আশ্রয় স্থল থেকে প্রায় ৭৩টি আদিবাসী পরিবারের হাতে ওই জিনিসগুলি তুলে দেন রেডক্রশের কর্মকর্তারা। রেডক্রশের ঘাটাল শাখার ট্রেজারার অরূপ চক্রবর্তী এবং রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহরায় বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই জিনিসগুলি পেয়ে খুবই খুশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল রেডক্রশ সোসাইটির ভলেন্টিয়ার ইনচার্জ ভোলানাথ ঘোষ, ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি কর্মাধ্যক্ষ বিকাশ কর, দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রশান্ত বাইরি প্রমুখ।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।