এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাস্তার হাল বেহাল,প্রতিবাদে ঘাটালে রাস্তার মধ্যেই শুরু ধান চাষ

Published on: August 19, 2019 । 10:01 PM

ঘাটাল থানার দেওয়ানচক গ্রাম পঞ্চায়েতের ভাগীরথপুর থেকে দেওয়ানচক হাইস্কুল পর্যন্ত রাস্তার হাল বছরের পর বছর ধরে বেহাল। অথচ এই রাস্তার মাধ্যমেই ওই এলাকার কয়েক হাজার মানুষ দাসপুর,নাড়াজোল,মেদিনীপুরের সাথে যোগাযোগ করতে পারে।

আজ এই গুরুত্বপূর্ণ রাস্তা সারাইয়ের দাবিতে বেশ কিছুক্ষণ ধরে ওই রাস্তা অবরোধ করে রাস্তার মধ্যেই ধান রুয়ে দিল স্থানীয় বাসিন্দাদের সাথে বিজেপির কর্মী সমর্থকরা।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাস্তার হাল ফেরানোর পক্ষেই সহমত হতে দেখা গেল অবরোধের জেরে আটকে পড়া পথ চলতি মানুষদেরকেও।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭