দাসপুরের শ্রীরামনগরে ট্যাপ থেকে ফিতা কৃমি

তনুশ্রী সামন্ত:ট্যাপ থেকে ধরা পানীয় জলের মধ্য থেকে পাওয়া গেল ফিতা কৃমি। ১৩ এপ্রিল দাসপুর-২ ব্লকের শ্রীরামনগর জল প্রকল্পের একটি ট্যাপ থেকে ওই ফিতাকৃমিটি। ওই ফিতা কৃমিকে কেন্দ্র করে এলাকায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর ফলেই এলাকার বাসিন্দারা ওই জল পান করা বন্ধ করে দেন। শ্রীরামনগরের বাসিন্দা বুদ্ধদেব সামন্ত বলেন, কুইল্যাপাড়ার ট্যাপ থেকে জল নেওয়ার সময় নল থেকে বেড়িয়ে আসে বিশালাকার ওই ফিতাকৃমিটি । কৃমিটি দেখার পরই আমি আঁতকে উঠি। কারণ ওই জল দীর্ঘদিন পান করে আসছি।
স্থানীয় সূত্রে জানা যায়, এরকম ঘটনাটি প্রায়সময়ই ঘটে। বহু জায়গাতেই পাইপলাইন বিজ্ঞানসম্মত উপায়ে সারাই না করার ফলে এবং সঠিক পর্যবেক্ষণ ও পরিচর্যার অভাবে প্রায়সময় পানীয় জলের মধ্য থেকে বিভিন্ন রকমের জীবাণু লক্ষ্য করা যাচ্ছে। পানীয় জল সরাসরি পান করার জন্য ব্যবহার করা যাচ্ছে না।এর আগেই অনেকেই ওই জল প্রকল্পের জল পান করা বন্ধ করে দিয়েছেন বলে জানা গিয়েছে। এবিষয়ে দাসপুর-২ পঞ্চায়েতে সমিতির সভাপতি প্রতিমা দোলইয়ের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad