এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের রাস্তা সংস্কারে দুর্নীতির অভিযোগ

Published on: January 1, 2026 । 7:59 PM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল ব্লকের অজবনগর-২ গ্রামপঞ্চায়েতের শিবপুর গ্রামে রাস্তা সংস্কারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ সামন্ত ও কার্তিক মাইতিদের অভিযোগ, বছর তিনেক আগে ১০০ দিনের কাজের প্রকল্পের বোর্ড লাগিয়েও কোনও কাজ না করে তা সরিয়ে নেওয়া হয়েছিল। সম্প্রতি ৫ লক্ষ ৪১৩ টাকা ব্যয়ে ‘চংদার দিঘির পুকুর থেকে প্রশান্ত সামন্তের বাড়ি পর্যন্ত’ কংক্রিট ঢালাইয়ের কাজ শুরু হলেও অর্ধেক রাস্তা হওয়ার আগেই ঠিকাদার সংস্থা কাজ শেষ বলে মালপত্র গুটিয়ে চম্পট দেয়। এতে ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রশাসনের কাছে ছবি পাঠানোর আগেই বোর্ডটি সরিয়ে দেন যাতে অসম্পূর্ণ কাজের জন্য ঠিকাদার বিল না পেতে পারেন।
এই বিষয়ে গ্রামপঞ্চায়েতের উপপ্রধান আশিস রায় স্বীকার করেছেন যে ফান্ডের অভাবে বোর্ডের বর্ণনা অনুযায়ী পুরো কাজ করা সম্ভব হয়নি। আগের বার কাজ না হওয়ার পেছনে তিনি কেন্দ্রীয় সরকারের টাকা না দেওয়াকে দায়ী করেছেন। অন্যদিকে, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন যে, নিয়ম অনুযায়ী যতটুকু কাজ হবে বোর্ড ততটুকুরই হওয়া উচিত; কেন এমনটা হলো তা তিনি তদন্ত করে দেখবেন। শিলাবতী নদীর বন্যায় প্রতি বছর ক্ষতিগ্রস্ত হওয়া এই এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে এখন পুরো রাস্তাটি দ্রুত সম্পূর্ণ করার দাবি জানাচ্ছেন।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015