এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল কলেজ মোড়ে পথ দুর্ঘটনায় মৃত এক নির্মাণকর্মী

Published on: August 25, 2019 । 12:01 PM

সুমন রায়চৌধুরী: ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত এক সাইকেল আরোহী। আজ ২৫ আগস্ট বেলা ১১টা নাগাদ ওই

 

দুর্ঘটনাটি হয়েছে ঘাটাল কলেজ মোড়ের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। ওই ব্যক্তির নাম বিশ্বনাথ শাসমল। ঘাটাল শহরের শুকচন্দ্রপুর এলাকায় বাড়ি। প্রত্যক্ষদর্শী ও পুলিস সূত্রে জানা যায়, ওই সাইকেল আরোহী ঘাটাল-পাঁশকুড়া সড়ক দিয়ে যাবার সময় বর্ধমান মেচেদা বাসটি ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পরই কিছুক্ষণ ওই সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ও এএসআই কৌশিক সেন পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পথ চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে। মৃত দেহের ময়না তদন্ত করার ব্যবস্থা করা হচ্ছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad