নিজস্ব সংবাদদাতা: আজ ৮ সেপ্টেম্বর ভোরে ঘাটাল-পাঁশকুড়া সড়কের গৌরাতে পথ দুর্ঘটনায় পাঁচজন জখম হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোট ৫টা ৪৫ নাগাদ দীঘা থেকে আরামবাগ অভিমুখী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গৌরা গোবিন্দনগর মার্কের্টিং সোসাইটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পরিত্যক্ত দোকান ঘরে গিয়ে ধাক্কা মারে। চালক সহ পাঁচ জন জখম হয়েছেন। তাঁদের স্থানীয় বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











