শ্রীকান্ত ভুঁইঞা: দুই বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষে আহত এক বাইক আরোহী। ঘাটাল-পাঁশকুড়া সড়কের গৌরা এবং সোনামুইয়ের মাঝে দুর্গাপুরে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে আজ ১৭ জুলাই দুপুর সাড়ে ১২টা নাগাদ দুর্ত গতিতে বাইক আসার সময় ওই ঘটনাটি ঘটে।গুরুতর জখম হন এক আরোহী। তাঁকে গৌরার একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










