আজ শনিবারের বিকেলে বিকেল প্রায় সাড়ে ৫টা নাগাদ দাসপুর থানার সুলতানগর গোপীগঞ্জ সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হলেন একাধিক ট্রেকারের যাত্রী। স্থানীয়সূত্রে জানাগেছে আজ বিকেলে ওই সড়কের কলাইকুণ্ডা এলাকায় গোপীগঞ্জের দিক থেকে আসা এক যাত্রীবাহী বাস ও একই পথের এক যাত্রীভর্তি ট্রেকারের মধ্যে পথ দুর্ঘটনায় ট্রেকারের পিছনে থাকা তিন যাত্রী গুরুতরভাবে আহত হন। স্থানীয় এলাকাবাসী ও সেভিক ভলেন্টিয়ারদের সহায়তায় তাদেরকে তৎক্ষণাৎ ঘাটাল হাসপাতালে পাঠানো হয়। দাসপুর পুলিস বাসটিকে আটক করেছে। আহতদের অবস্থা স্থিতিশীল।
সুলতাননগর-গোপীগঞ্জ সড়কে পথ দুর্ঘটনা!গুরুতর আহত একাধিক
By সৌমেন মিশ্র
Published on: October 19, 2019 । 7:37 PM




